মোহাম্মদ আমিনুল হক বুলবুল,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল বাজারে মঙ্গলবার ১ ডিসেম্বর ২৫ কেজি ৪শ গ্রাম ওজনের একটি বাঘাইর মাছ এনেছেন দুই মৎস্য ব্যবসায়ী মোস্তফা ও সুজন। তারা মাছটির দাম হাকাচ্ছেন দেড় লাখ টাকা।
বিশাল আকৃতির মাছটিকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। দেড় লাখ টাকা দামের মাছের কথা শুনে অনেকেই আসছেন মাছটিকে এক নজর দেখার জন্য।
মাছ ব্যবসায়ী মোস্তফা জানান, মাছটি তাড়াইল উপজেলার পুরুরা এলাকায় নদী থেকে ধরা হয়েছে। সেখান থেকে তারা দুই মাছ ব্যবসায়ী মঙ্গলবার দুপুর দুইটার দিকে ক্রয় করে এনেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৭টায়) মাছটি বিক্রি হয়নি। ক্রেতারা মাছের মূল্য বলেছেন ৫২ হাজার টাকা।
© All rights reserved © 2020 bd-bangla24.com