সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘সময় নিউজ’ (www.somoynews.tv)-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একজন করে প্রতিবেদক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক পদে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম:
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
শিক্ষাগত যোগ্যতা:
স্নাতক বা স্নাতকোত্তর অধ্যায়নরত
অন্যান্য যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই সংবাদ ও ফিচার লেখা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তথ্যপ্রযুক্তির ব্যবহার, মোবাইল সাংবাদিকতা ও নাগরিক সাংবাদিকতার ধারণা থাকতে হবে।
ক্যাম্পাসে কোনো রাজনৈতিক সংগঠনের কোনো পদে থাকতে পারবেন না। প্রার্থীকে অবশ্যই প্রগতিশীল ও উদার মানসিকতার হতে হবে।
অগ্রাধিকার:
দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বর্ষের বা সমপর্যায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সাংবাদিকতায় আগ্রহী নারী শিক্ষার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হলো।
দায়িত্ব:
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকের দায়িত্ব হবে, নিজ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ পাঠানো। এছাড়া অফিসিয়াল প্রয়োজনে বা বিশেষ কারণে/সময়ে সাময়িকভাবে অফিসে কাজ করতে হবে।
প্রক্রিয়া:
আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃতদের প্রতি বিশ্ববিদ্যালয়ে এক বা একাধিক প্রার্থীকে পরীক্ষামূলক সংবাদ পাঠানোর অনুমতি দেওয়া হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠানো সংবাদ পর্যালোচনা করে অপেক্ষাকৃত দক্ষ ও যোগ্য প্রার্থীকে মনোনীত করা হবে।
আবেদন:
আগ্রহী প্রার্থীদের জানুয়ারি মাসের পাঁচ তারিখের (৫ জানুয়ারি, ২০২১) মধ্যে বায়োডাটা বা সিভি পাঠাতে হবে।
নিচের লিঙ্কে গিয়ে সিভি সাবমিট করতে হবে। ডাকযোগে বা প্রিন্ট কপি গ্রহণ করা হবে না।
আবেদনপত্রে অন্যান্য তথ্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক বা একাধিক শিক্ষকের রেফারেন্স থাকতে হবে।
https://www.somoynews.tv/pages/jobs?fbclid=IwAR0KSTBf8djuI-hvE1fdNQLyf153W1HLGgfOe8UxIgAlARygOjMbyB8v5eM
সুত্র: https://www.somoynews.tv/pages/details/255116/
© All rights reserved © 2020 bd-bangla24.com