সুরা, জুড়ি (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার (জুড়ী) উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর ভবানীপুর গ্রামের মৃত তৈমুছ আলীর ছোট মেয়ে রাবেয়া বেগম (২৮), গত ৪ বছর ধরে হৃদ রোগে ভুগছেন। বর্তমানে তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল। তাই সামর্থবানদের প্রতি সামর্থ অনুযায়ী অসহায়ের প্রতি হাতবাড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন।
রাবেয়া বেগম ৩/৪ বছর ধরে এই রোগে ভুগছেন। অসহায় মহিলাটির জায়গা-জমি কিছু নাই। চিকিৎসার খরচ চালানো ও ঘর ভাড়া নিয়ে দিশেহারা। তার পরিবারে শুধু বৃদ্ধা মা আছেন। তার বয়স (৮০)। রাবেয়াকে প্রতি দুই সপ্তাহ পর পর ইবনেসিনা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে হয়। যা এই পরিবারের পক্ষে সম্ভব না।
এদিকে চিকিৎসক বলেছে, যত শীঘ্রই সম্ভব, অন্তত একটা কিডনি স্থানান্তর করতে হবে। না হয় এভাবে ডায়ালোসিস করিয়ে রাবেয়াকে বেশিদিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। সেজন্য মোছা. রাবেয়া বেগম, দেশ ও দেশের বাইরের সকল শ্রেণীর মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন।
© All rights reserved © 2020 bd-bangla24.com