চিলমারী প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চিলমারী সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয়। শুক্রবার বিকেলে ফোরামের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন চিলমারী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা দৈনিক স্বদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক কবি ও কথাসাহিত্যিক গীতিকার এম উমর ফারুক। তিনি বলেন, সাংবাদিকতার মান উন্নয়ন ও সমাজের মানবিক কাজে অংশগ্রহণের তাগিদ থেকে গঠণ করা হয়েছে চিলমারী সাংবাদিক ফোরাম। কালে-কালে আর সময়ের ভাঁজে ভাঁজে বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে এ সংগঠন এগিয়ে চলেছে।
তিনি বলেন, সাংবাদিতার মান উন্নয়ন ও সমাজ বির্নিমানে সংগঠনের বিকল্প নেই। সংগঠনের পতাকাতলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে যেকোন উদ্যোগ সফল হবে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক ফোরামকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, আঞ্জুমান আরা, বুলেট, মাহমুদুল, ফয়সাল প্রমুখ।
© All rights reserved © 2020 bd-bangla24.com