মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ করোনা আক্রান্ত হয়ে বস্টোন প্রবাসী বাংলাদেশী ড. আবুল জুবায়েরের মৃত্যু হয়েছে। আজ ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় প্রভিডেন্টস হাসপাতালে (Providence hospital, Rhode Island) তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
ড. জুবায়ের বসটোনে ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩সালে বুয়েট থেকে ১ম হয়ে গোল্ড মেডেল পেয়েছিলেন। ১৯৮৯ সালে UK থেকে Ph.D করেছেন। ড. জুবায়েরের দেশের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী।
© All rights reserved © 2020 bd-bangla24.com