সুরা, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী কামিনী গঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার(১৩ জানুয়ারি) বিকাল ৪ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নির্দিষ্ট মূল্য তালিকা না রাখা মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, আইন অমান্য করে বিক্রি করা, ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানকালে কামিনীগঞ্জ দত্ত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মেসার্স আলী ফার্মেসীকে ৩ হাজার টাকা, আব্দুল শহিদ আরিফ এন্ড শরীফ ষ্টোর গ্রোসারিজ শপকে ৩ হাজার টাকা, সর্ব মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। এ সময় অভিযানে সহযোগিতা করেন জুড়ী থানার পুলিশ ফোর্স।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন মেসার্স আলী ফার্মেসীকে জানান, কেউ যাতে নকল হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
© All rights reserved © 2020 bd-bangla24.com