মোহাম্মদ আমিনুল হক বুলবুল,নান্দাইল (ময়মনসিংহ) : লেখক ও কলামিস্ট মোঃ সাইদুর রহমানের অনুরোধে ময়মনসিংহের নান্দাইলের রসুলপুর দারুল কোরআন মাদ্রাসার এতিমদের মধ্যে কম্বল বিতরণ করেছেন নান্দাইলের ইউএনও মোঃ এরশাদ উদ্দিন।
মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে ৪০ জন এতিমকে এই কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন নিজ হাতে কম্বল বিতরণ করেন। এসময় লেখক ও কলামিস্ট মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ এরশাদ উদ্দিন বলেন, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে তাদের একটু কষ্ট লাঘবের চেষ্টা করছি। আমরা প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীত বস্ত্র (কম্বল) প্রকৃত শীতার্তদের মাঝে বিতরণ অব্যাহত রাখব।
© All rights reserved © 2020 bd-bangla24.com