রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি: গত ১৬ জানুয়ারী শনিবার সকালে ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস রোড সংলগ্ন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর সংযোক্ত নতুন ভবনের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব ও লোকমান হোসেন মিয়া।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে আসপাডা প্রণি একাডেমি ভবনে ৪র্থ তলায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান লায়ন এম.এ রশিদ সমাজ ও দেশের কথা চিন্তা করেন, আমরা যদি প্রতিবেশির পাশে এসে দাড়াতে পারি তবেই দেশ এগিয়ে যাবে………. ।
উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রতিবেশির হক বাস্তবায়ন করতে হবে, ভাল কাজ ক্ষুদ্র হলেও তাই করতে হবে। আজ আসপাডায় যে নতুন ভবনের উদ্বোধন করা হলো আমরা আশকরি এখান থেকে প্রশিণ নিয়ে সমাজের অনেকে জীবন প্রতিষ্ঠিত করতে পারবে। আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান লায়ন, এম,এ রশিদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মো. ইকরামুল হক টিটু, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা , বাংলাদেশ বস্ত্র ও পাট অধিদপ্তরের যুগ্ন সচিব ওনায়েত উল্ল্যাহ , ইউসুফ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনতাজ উদ্দিন মন্তা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কমিটির সভাপতি কৃষিবিদ মোঃ খাইরুল আলম নান্নু প্রমুখ বক্তব্য রাখেন ।
এসময় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লব, সংরতি আসনের মহিলা কাউন্সিলর আইরিন আক্তার ও আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2020 bd-bangla24.com