ছারছিনা দরবারের পীর মাওলানা শাহ মো. মোহেব্বুল্লাহ বলেন, সমাজে অনেক রকম ফেতনা আছে। আমাদের এই বাতিল আকিদা থেকে দূরে থাকতে হবে। পীরের আকিদা মানতে চেষ্টা করবেন। তরিকা মানুষকে আদব শিক্ষা দেয়। তরিকা মানুষকে বেয়াদবি শিক্ষা দেয় না। যে তরিকা বেয়াদবি শিক্ষা দেয় সেটা তরিকা নয়। ছারছিনা দরবার আদবের দরবার। পীরভাই পীরভাইকে মহব্বত করবেন, ভালোবাসবেন।
পীর সাহেব আরো বলেন, আমরা হানাফি মাজহাব মানি। তাই এই মাজহাব অনুযায়ি চলব। যে মাজহাব মানবে না সে তার মতো চলবে।
পীর সাহেব গত বৃহস্পতিবার দিনগত রাতে পিরোজপুরের মঠবাড়িয়ার গুদিঘাটা খানকায়ে নেছারিয়া হাফেজিয়া মাদরাসা মাঠে ইসালে সওয়াব মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলনে জিকিরের তালিম ও বয়ানে একথা বলেন।
মাহফিলে ওয়াজ করেন পীর সাহেব হুজুরের সফর সঙ্গীরা। পরিচালনা করেন পিরোজপুর জেলা যুব হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. ওবায়দুল্লাহ।
© All rights reserved © 2020 bd-bangla24.com