এবার ফেসবুকও তৈরি করতে যাচ্ছে স্মার্ট ওয়াচ। মেসেজ করার পাশাপাশি এই ঘড়িতে স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন ধরনের নোটিফিকেশনও পাওয়া যাবে। মূলত এই দুটি সুবিধাকে কেন্দ্র করে নিজেদের স্মার্ট ঘড়ি বাজারজাত করতে চায় বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানটি। এর অপারেটিং সিস্টেম হবে অ্যানড্রয়েড। সামনের বছর থেকে বিক্রি শুরু হবে।
অবস্থা দেখে মনে হচ্ছে, অ্যাপল ও হুয়াওয়ের পথে হাঁটতে যাচ্ছে ফেসবুকও। তবে স্মার্ট ওয়াচ নিয়ে ফেসবুকের মূল সমস্যা হচ্ছে ক্রেতাদের আস্থা অর্জন। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাঝুঁকির কথা মাথায় রেখে এই স্মার্ট ওয়াচকে ক্রেতারা কতটা গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র : অ্যানড্রয়েডঅথরিটি.কম
© All rights reserved © 2020 bd-bangla24.com