মো: নাসির (নিউ জার্সি, আমেরিকা থেকে)-সন্তান যদি মেয়ে হয়, তাহলে তার প্রতিটি বাবার আচরণ ভিন্ন হয়। মেয়ের বেলায় বাবার ভাষার ব্যবহারও হয় ভিন্ন ধরনের। ছেলে ও মেয়ে সন্তানের প্রতি বাবার মনোযোগ ও সতর্কতা ভিন্ন ধরনের। বাবাদের প্রাত্যহিক আদর-যত্ন এবং মস্তিষ্কের প্রতিচ্ছবি বিশ্লেষণ করে গবেষকেরা এ কথা বলেছেন। গবেষকেরা বলছেন, ছেলে সন্তানের বাবারা ছেলের প্রতি যতটুকু মনোযোগী ও যতœবান, তার চেয়ে বেশি মনোযোগী ও যত্নবান মেয়ে সন্তানের বাবারা মেয়ের ক্ষেত্রে। বাবারা মেয়েদের বেশি গান শোনান, আবেগ নিয়ে বেশি কথা বলেন। গবেষকেরা বলছেন, কারণটা সম্ভবত এই যে ছেলের তুলনায় মেয়ের অনুভূতি বাবা বেশি অনুভব করতে পারেন।
যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অ্যারিজোনার গবেষকেরা এই গবেষণা করেছেন। গবেষণা ফলাফল ‘চাইল্ড জেন্ডার ইনফ্লুয়েন্সেস প্যারেন্টাল বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ব্রেইন ফাংশন’ শিরোনামে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের ‘বিহেভিয়ারাল নিউরোসায়েন্স’ সাময়িকীতে ছাপা হয়েছে। গবেষকেরা দেখেছেন, শিশু যদি কাঁদে বা ‘ড্যাড’ বলে ডাক দেয়, তাহলে মেয়ে শিশুর বাবার সাড়া দ্রুততর হয়। গবেষণায় ৬৯ জন বাবাকে নেয়া হয়। বাবাদের বয়স ছিল ২১ থেকে ৫৫ বছরের মধ্যে। ৩৪ জন বাবার ছিল একটি মেয়ে এবং ৩৫ জন বাবার ছিল ছেলে। সন্তানদের বয়স ছিল এক থেকে দুই বছরের মধ্যে।
© All rights reserved © 2020 bd-bangla24.com