মোহাম্মদ আমিনুল হক বুলবুল,নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ২ মার্চ রাতে অভিযান চালিয়ে এই জীবিত তক্ষকটি উদ্ধার করা হয়। বুধবার ৩ মার্চ সকালে এটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তক্ষক দিয়ে তৈরি হয় মূল্যবান ওষুধ। আর তার দাম কোটি টাকা। এ গুজবে বিশ্বাস করে এক শ্রেণির লোকেরা রাতারাতি ধনী হবার স্বপ্নে এই তক্ষক শিকারে নেমেছে।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার দেওয়ানগঞ্জ এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। পরে মোটর সাইকেলে আসা কয়েকজন পাচারকারী দূর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক ফেলে পালিয়ে যায়। এ সময় তাদেরকে ধরা সম্ভব হয়নি। পরে তক্ষকটি থানায় এনে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
নান্দাইল উপজেলা বনবিভাগের কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন,তক্ষকের দাম লাখ টাকা এবং এটি দিয়ে ওষুধ বানানো হয় এটা প্রতারকদের এক ধরনের গুজব। মূলত পাচার করার উদ্দেশ্যই তারা চেষ্টা করছিল। তিনি জানান,তক্ষকটি বর্তমানে আমাদের অফিসে আছে।আগামীকাল বৃহস্পতিবার মধুপুর বনে আমরা এটি অবমুক্ত করবো।
© All rights reserved © 2020 bd-bangla24.com