আসন্ন পবিত্র মাহে রমজানে দেশের মসজিদগুলোতে ইফতার ও সেহরির আয়োজন না করার বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাতিল চেয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি’কে আইনি নোটিশ দেওয়া হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের তাজ জামে মসজিদের খতিব, মুহাম্মদিয়া জামিয়ার গবেষক মুফতি আবুল খায়ের মুহাম্মদ আযীযুল্লাহ’র পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম গোলাম মোস্তফা তাজ মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গত ৫ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসজিদে কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না। এই নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত শরিয়ত পরিপন্থী।
© All rights reserved © 2020 bd-bangla24.com