মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি: জর্ডানের বাদশাহ আব্দুল্লাহের প্রতি পুরোপুরি অনুগত থাকবেন বলে জানিয়েছেন প্রিন্স হামজা। একইসঙ্গে নিশ্চিত করেছেন, বাদশাহী ব্যবস্থাও তিনি মেনে নেবেন। সম্প্রতি এক চিঠি দিয়ে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন। এতে তিনি লিখেছেন, আমি নিজেকে বাদশাহর হাতে সমর্পণ করলাম। আমি আমার প্রিয় জর্ডানের সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকব এবং বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে সমর্থন করে যাব। আমার দেশের স্বার্থ আমার কাছে সর্বোচ্চ। সকলের উচিত বাদশাহর পাশে দাঁড়ানো এবং জর্ডানকে রক্ষা করা।
>
> সূত্রে জানা গেছে, প্রিন্স হামজা বাদশাহর বিরুদ্ধে চক্রান্ত করছেন এই অভিযোগ উঠেছিল। তবে এরপর তাকে নিয়ে আলোচনায় বসা হয়। তার আইনজীবী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে আলোচনা সফল হয়েছে।
> হামজা হচ্ছেন জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স। তিনি সোমবার প্রিন্স হাসান এবং অন্য রাজপুত্রদের সঙ্গে বৈঠক করেন। জর্ডানের রয়্যাল প্যালেস সোমবার জানিয়েছিল, বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ পরিবারের এক সদস্যকে বলবেন তার সৎ ভাই হামজার সঙ্গে আলোচনা করতে।
>
> হামজার আইনজীবীও জানিয়েছেন, মধ্যস্থতা সফল হয়েছে। এর আগে হামজাকে কিছুদিন আগে গৃহবন্দি করে রাখা হয়েছিল। তিনি তখন বলেছিলেন, তার গতিবিধির উপর কোনো বিধিনিষেধ তিনি মানবেন না। ৪১ বছর বয়সী প্রিন্স বলেছিলেন, জর্ডানের নিরাপত্তা বাহিনী তাকে হুমকি দিচ্ছে। সেসময় যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রগুলো বাদশাহ আব্দুল্লাহকে সমর্থন দিয়ে গেছে। ডয়েচে ভেলে।
© All rights reserved © 2020 bd-bangla24.com