মঙ্গলবার, ২২ জুন ২০২১, ১০:৪২ অপরাহ্ন
Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মে, ২০২১, ০৭:৫৭ PM
  • ১২৫ বার পড়া হয়েছে

বিশ্ব কবির শুভ পরিণয়

মোঃ আলমগীর হোসেন।

খুলনা জেলার সর্ব উওরে
ফুলতলা থানার অভ‍্যন্তরে
বুড়ি ভৈরব নদীর তীরে
সুন্দর একটা গ্রাম
সবুজ বনের ছায়ায় ঢাকা
সরাটাক্ষণ পাখী ডাকা
যেন কোন কবির রাখা
দক্ষিণদিহি নাম।

ছবির মত এই গ্রামেতে
ঘর বানিয়ে ঘরের সাথে
হিন্দু মুসলিম একই সাথে
থাকে পাশাপাশি
দেখলে দুটি জুড়ায় নয়ন
সবাই যেন সবার আপন
কত সুন্দর জীবন যাপন
ভালোবাসা বাসির।

এক সারিতে মসজিদ মন্দির
এক বাড়িতে ইমাম পূরহিত
উলু শংখ আজান ধ্বণি
চলছে বারোমাস
সুখ দুঃখ ভাগ করে
সবাই যেন সবার তরে
অতীপ্রাচিনকাল ধরে
করছে বসবাস।

এই গ্রামেরই পূর্ব পাশে
বুড়ি ভৈরব নদী ভাসে
দুকুল ভরা সাদা কাঁসে
দেখলে জুড়ায় প্রাণ
ঢেউয়ের দোলায় নদীর জলে
সারি সারি নৌকা চলে
মাস্তুুলেতে বাদাম তুলে
মাঝি ধরে গান।

হরেক ফুলের মিষ্টি সুবাস
হৃদয় রাখে সদায় উদাস
কবিতা গান লেখার আভাস
জাগে যে প্রাণেতে
তাইতো কবি রবীন্দ্রনাথ
পেয়ে বুঝি এই সংবাদ
না করিয়া কালাতিপাত
আসেন এই গ্রামেতে।

সূর্য‍্য তখন ওঠে ওঠে
কবি বসে পুকুর ঘাটে
কেমন করে পদ্মফোঁটে
দেখছেন আপন মনে
এমন সময় দেখেন চেয়ে
কে যেন এক মিষ্টি মেয়ে
নামছে ঘাটের সিঁড়ি বেয়ে
আনত নয়নে।

কবি, চোখের পাতার চোরা ফাঁকে
নয়ন ভরে দেখেন তাকে
মনে মনে খোঁজেন যাকে
পেলেন বুঝি তারে
লেখালেখির অজুহাতে
কাগজ কলম নিয়ে হাতে
আবার দেখার বাসনাতে
আসেন বারে বারে।

খবর নিয়ে জানেন তিনি
মেয়েটির নাম মৃণালিনী
যে বাড়িতে আছেন তিনি
সেই বাড়িরই মেয়ে
বেনী মাধব পিতা তাহার
দাক্ষ‍্যয়িনী নামটি মাতার
মৃণালিনী পিতা মাতার
প্রিয় প্রাণের চেয়ে।

সূর্য ওঠা এত ভোরে
মৃণালিনী কিসের তরে
এসেছিলেন চুপিসারে
একাকি পুকুরে
তবেকি মৃণালিনী দেবী
কবির তরে সপে সবই
এঁকেছিলেন রবীর ছবি
হৃদয় মুকুরে।

পুকুর ঘাটের চোখাচোখি
হৃদয় মাঝে দেয়যে উঁকি
মৃণালিনী চন্দ্রমূখী হৃদয় করল হরন
কে যে কখন কোথায় কবে
কার রুপেতে মুগ্ধ হবে
কেউ জানেনা কেমন ভাবে
হবে বশীকরণ।

কবিতা গান লিখতে এসে
মৃণাল ফোঁটা দেখতে এসে
মৃণালিনীর রূপের শ্লেষে
কবি যে তন্ময়
বিশ্বটা যে করেছে জয়
রুপের কাছে তার পরাজয়
অবশেষে দুজনার হয় শুভ পরিণয়।

প্রতি বছর বৈশাখ মাসে
পঁচিশ তারিখ মেলা বসে
লক্ষ লোকের সমাবেশে
দক্ষিণদিহি গ্রামে
যতদিন নভে উঠবে রবি
রবীন্দ্রনাথ বিশ্ব কবি
চীর অম্লান তাহার সবই
রইবে ধরাধামে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো নিউজ

© All rights reserved © 2020 bd-bangla24.com

Theme Customized By Subrata Sutradhar